...শুভেচ্ছা

(বৃদ্ধ মা-বাবার)
শুভেচ্ছা
helpless parents
ভালো থাকিস খোকা, তোরা ভালো থাকিস
বুকের উষ্ণ ভালোবাসায় সদা ডোবে থাকিস
মায়ের আঁচল, বাবার দোয়ার বেষ্টনীতে
তোরা থাকিস সদা, ভালোবাসার আরশিতে।
তোদের মুখে সত্য সুখের হাসি
সুখ খুঁজে পাইরে খোকা রাশি রাশি
শুভ ইচ্ছে মোদের আছে যতো
দিব তোদেরই, চাস আর কতো!
উদার মনের আকাশে যতো আছে আলো
দিতে চাই তোদেরই খোকা, থাকিস ভালো!
যাসনে দূরে খোকা, অশুভরা যে থাকে ঐখানে
অশুভ ছায়া পাবে যে তোদের, শঙ্কা জাগে এই মনে।
লেখা পড়া শিখিয়ে তোদের মানুষ করতে চেয়েছি
শুভেচ্ছার যতো খড়কুটো তোদের তরেই পুড়িয়েছি
কেমনে ভুলে থাকিস আজ জন্মদাত্রী মা’য়ের কথা……!
বুঝিস না আজ বৃদ্ধ বাবার দুঃখ ব্যথা……!
তবুও বুকের মাঝে শুভেচ্ছাটুকু জেগে থাকে
পর ভাবতে পারি নি রে তোদের সেই জন্ম থেকে
এতটুকু সহানুভূতি মোদের দিতে যদি না পারিস
তবুও তোরা আমরণ সুখে থাকিস খোকা, তোরা সুখে থাকিস!
————————————–
১ ডিসেম্বর, ২০১২
দাম্মাম
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১২-২০১২ | ১২:৩০ |
    Delete
    মায়ের এ আকুতি ভরা শুভেচ্ছা সত্যই হৃদয় হরা।
    শব্দ প্রকাশের জন্য অভিনন্দন জানাই প্রিয় বন্ধন ভাই।
  2. গঙা : ০২-১২-২০১২ | ১২:৪৯ |
    Delete
    সন্তানের জন্য মাতৃহৃদয়ে যে মমতা তা সব সময় অটুট !
    খুব ভাল লাগল আপনার এই কবিতা ! মন নাড়া দিয়ে গেল !
    শেষে বলতে চাই -
    মায়ের দরদি মন,
    সেটা বুঝিবে কোন জন ?
    পেলেও সহস্র বেদন,
    ভুলে যেতে মায়ের লাগেই-বা কতক্ষণ ?
    ভাল থাকুন ! আর মায়ের প্রতি রইল শ্রদ্ধা !
  3. ডা. দাউদ : ০২-১২-২০১২ | ১৮:৪৯ |
    Delete
    তোদের মুখে সত্য সুখের হাসি
    সুখ খুঁজে পাইরে খোকা রাশি রাশি
    শুভ ইচ্ছে মোদের আছে যতো
    দিব তোদেরই, চাস আর কতো!
    অনেক অনেক ভালোবাসা মা-কে
    শুভ কামনা প্রিয়।